চট্টগ্রামে ইয়াবা নিয়ে কক্সবাজারের যুবক আটক

চট্টগ্রামে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (৯মার্চ) রাত আড়াইটায় নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় হোটেল প্যারামাউন্ট অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শফিকুল ইসলামের (২২) গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পূর্ব পাড়া গ্রামে। সে হাজী আব্দুস সালাম এর ছেলে।

র‌্যাব-৭’র সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মাশকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই রেস্টুরেন্টে মাদক ব্যবসায়ীদের একটি চক্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্য আমাদের কাছে ছিল। এরপর ওইখানে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। ওই সময় শফিকুলকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসায়ের সাথে সম্পৃক্ত বলে জানায়।

আরও খবর