নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা মোস্তাফিজ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে কটেজ ব্যবসায়ী সমিতির উদ্যোগে খতমে কোরআন ও মিলাদ মাহফিল

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলার অন্যতম সফল ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, এ অঞ্চলে ব্যবসায়ী সৃষ্টির অন্যতম কারিগর, নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষানুরাগী, দানশীল ও বিশিষ্ট সমাজসেবক মরহুম মোস্তাফিজুর রহমান মাস্টারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেল ও কাজী পরিবারের উদ্যোগে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আলোজন করা হয়।

শুক্রবার বাদ এশা কলাতলীর লাইটহাউজস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এই খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেলসহ সমিতির নেতৃবৃন্দ, সমাজের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।