পরকীয়া প্রেমিকের সাথে হোটেলে গিয়ে প্রবাসীর স্ত্রী হাতেনাতে আটক!

কুমিল্লা প্রতিনিধি :: কুমিল্লা নগরীর হোটেল ইশিতায় অভিযান চালিয়ে প্রবাসীর স্ত্রীসহ প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কোতয়ালী মডেল থানার এসআই শাওন ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান চালায়।

জানা যায়, নগরীর শাসনগাছায় অবস্থিত হোটেল ইশিতায় হোমনা পৌরসভা গোয়াইর ভাংগা নগরীর প্রবাসীর স্ত্রী (ছদ্দনাম) মনি ও তার প্রেমিক সাজেদা ফাউন্ডেশন এনজিওর সুপারভাইজার মুন্সি মোঃ জুলহাস অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। হঠাৎ পুলিশ হোটেল ইশিতায় অভিযান চালালে আপত্তিকর অবস্থায় ৩য় তলার গোপন কক্ষ হতে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এসআই শাওন বাদী হয়ে মামলা করেন। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া বলেন, ভবিষ্যতে নগরী ও সদরের প্রতিটি আবাসিক হোটেলে অভিযান চলমান থাকবে।