ডেস্ক রিপোর্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আট হাজার ইয়াবা ভর্তি ডালিমসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার পিরোজপুর ইউপির মেঘনা নিউ টাউন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-খুকি বেগম ও শাহ আলম। খুকি বেগম কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার জামমুড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী ও শাহালম উপজেলার বৈদ্যের বাজার ইউপির পঞ্চবটি গ্রামের রব মিয়ার ছেলে।
সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটকদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-