আরো ৪১ ইয়াবাবাজের জামিন নামঞ্জুর

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফ হাইস্কুল মাঠে গত ১৬ ফেব্রুয়ারি আত্মসমর্পণকারী আরো ৩ জন ইয়াবাবাজের জামিন নামঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) টেকনাফের জিআর মামলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের আদালতে ৩ জন এজাহারভুক্ত আসামী জামিন আবেদন করে।
টেকনাফ জিআরও অফিসের সিনিয়র কনস্টেবল ফারজানা ও নার্গিস জানান-আদালত চলাকালে জিআরও এস.আই আরমান জামিন আবেদনগুলো শুনানীর জন্য উপস্থাপন করেন।
শুনানীতে সিএসআই হাফিজুর রহমান জামিনের ঘোর বিরোধীতা করেন। বিচারক আবেদনের শুনানী শেষে তাদের জামিন নামন্ঞ্জুর করেন। একই বিষয় কক্সবাজারের কোর্ট পুলিশ পরিদর্শক কাজী মোঃ দিদারুল আলম সিবিএন-কে বুধবার নিশ্চিত করেছেন। এ নিয়ে ১০২ জন আত্মসমর্পণকৃত ইয়াবাবাজ আসামীদের মধ্য থেকে মোট ৪১ জন আসামীকে জিআর- ৯৮/২০১৯ (টেকনাফ) ও জিআর-৯৯/২০১৯ (টেকনাফ) নম্বর মামলায় জামিন নামন্ঞ্জুর করা হলো। বুধবার যাদের জামিন আবেদন নামন্ঞ্জুর করা হয়-তারা হলো-লাল মিয়া প্রকাশ লালু কসাই ওরফে অলি আহমদের পুত্র হাবিবুর রহমান (২৪), হাজী আবুল কাশেমের পুত্র নুরুল কবির (৩৫) ও কবির আহমদের পুত্র সাকের মিয়া প্রকাশ সাকের মাঝি।
তাছাড়া এর আগে যাদের জামিন আবেদন নামন্ঞ্জুর করা হয়-তারা হলো-মোঃ আবদুর রহমানের পুত্র মোঃ সাহেদ রহমান নিপু (৩৩), মোঃ আবদুল কাদেরের পুত্র মোঃ জহুর আলম (৩০), মৃত নুর ইসলামের পুত্র বোরহান উদ্দিন (৩৪) ও মৃত মিয় হোসেনের পুত্র প্রকাশ করিম মাঝি (৪০), মৃত হাজী খাইরুল বশরের দুই পুত্র ছৈয়দ হোসেন প্রকাশ ছৈয়দু (৫৬), রশিদ আহামদ প্রকাশ রশিদ খুলু (৫৪), মাস্টার ছৈয়দ আহামদের পুত্র আবু তাহের (৪১) ও আবদুল জব্বারের পুত্র রমজান আলী (২৮), টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহামদের ২ পুত্র আবদুর রহমান (৩২) ও জিয়াউর রহমান প্রকাশ জিহাদ (২৭), মৃত এবাদুল হকের পুত্র রেজাউল করিম মেম্বার (৩৪), মনছুরের পুত্র মোঃ হাসান আবদুল্লাহ (৩৪), মাস্টার সৈয়দ আহামদের পুত্র মোয়াজ্জেম হোসেন প্রকাশ দানু মেম্বার (৩৭) এবং মৃত নুরুল ইসলামের পুত্র বোরহান উদ্দিন (৩৪), এজাহার মিয়ার পুত্র এনামুল হক প্রকাশ এনাম মেম্বার (২৪), মুঃ মৌলভী আলী হোসেনের পুত্র মোঃ তৈয়ব (৪৬), হাজী খুইল্ল্যা মিয়ার পুত্র জাফর আহামেদ প্রকাশ জাফর (৪৩), মৃত হাছন আলীর পুত্র মোঃ হাশেম প্রকাশ আংকু, মোঃ জমিলের পুত্র মোঃ আইয়ুব, নুর মোহাম্মদ আনছারীর পুত্র বহুল আলোচিত মোঃ শাহজাহান আনছারী, টেকনাফের মৃত নজির আহাম্মদের পুত্র সাহেদ কামাল প্রকাশ সাহেদ (৩২), আলী আহামদ প্রকাশ আলুগোলার পুত্র শামশুল আলম প্রকাশ শামশু মেম্বার (৩২), মোঃ হুসাইনের পুত্র মন্ঞ্জুর আলী (৩৫), মৃত ফজল আহম্মদের পুত্র মোঃ রাসেল (২৮), মৃত ফজল আহাম্মদের পুত্র নুরুল আমিন (৩৫) এবং মোহাম্মদ আলীর পুত্র আবদুল কুদ্দুস, সাবেক এমপি আবদুর রহমান বদি’র চার ভাই যথাক্রমে আবদুশ শুক্কুর (৩৩), আমিনুর রহমান প্রকাশ আমিন (৪৩), শফিকুল ইসলাম প্রকাশ শফিক (২৯), ফয়সাল রহমান (২৯), মোঃ আবদুর রহমানের পুত্র মোঃ সাহেদ রহমান নিপু, আঃ গফফারের পুত্র মোজাম্মেল হক (২৮), মৃত ইব্রাহীম খলিলের পুত্র মারুফ বিন খলিল প্রকাশ বাবু, মৃত মোজাহের মিয়ার পুত্র মোঃ আলম (৪৫), মৃত অংছেন ছা’র পুত্র মং অং থেইন প্রকাশ মমচি, কালা মোহাম্মদ আলী’র পুত্র আবদুল আমিন (৩৪) ও মোহাম্মদ আলীমের পুত্র নুরুল আমিন (৩৭)।