মেরিন ড্রাইভে সড়কে মোটর সাইকেলে অভিনব কায়দায় লুকানো অর্ধকোটি টাকার ইয়াবাসহ যুবক আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল

ইয়াবা পাচারে নিত্যনতুন সব পদ্ধতি ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। তাদের কৌশল আর অভিনবত্বে অবাক হচ্ছেন সাধারণ মানুষসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা। এমনই এক অভিনব কায়দায় ইয়াবার এক চালান পাচার করতে গিয়ে মেরিন ড্রাইভ সড়কে আটক হয়েছে এক মাদক পাচারকারী।

১৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে মেরিন ডাইভ সড়কে কক্সবাজারগামী একজন মোটরসাইকেল আরোহী চেকপোস্ট দিয়ে যাওয়ার প্রাক্কালে সন্দেহ হলে মটর সাইকেলে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (৩০) নামে এক পাচারকারীকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

আটক হওয়া মাদক পাচারকারী যশোরের আলমনগর কোতোয়ালি থানার মহর আলী খানের ছেলে।

ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা বলেন, টেকনাফ থেকে বিশেষ কায়দায় মোটর সাইকেলে লুকিয়ে ঢাকা আশুলিয়ায় পাচারের উদ্দেশ্য ইয়াবাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে সকালে ইনানী অংশে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এসময় সন্দেহজনক আচরণে মোটর সাইকেল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।