পেটের ভেতর ইয়াবা,কক্সবাজারের নূরজাহান ও খালেকসহ আটক-৩

ডেস্ক রিপোর্ট – রাজধানীতে পৃথক অ‌ভিযানে অস্ত্র-গু‌লি ও ইয়াবা জব্দসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএন‌সি)।আটককৃতরা হলেন- জুনাইদ শেখ, নূরজাহান (৩৫) ও আব্দুল খালেক (৩৫)।

বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর বিমানবন্দর ও গুলশানের নর্দা এলাকা থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের একটি টিম।

এ ব্যাপারে অধিদফতরের (ঢাকা মেট্রো উত্তর অঞ্চল) সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম জাগো নিউজকে বলেন, আটককৃত খালেক ও নূরজাহান পেটে করে কক্সবাজার থেকে নিয়মিত ইয়াবা নিয়ে ঢাকায় আসে। তাদের দুজনের পেটেই ইয়াবা রয়েছে। তবে এখনো তা বের করা হয়নি। হাসপাতালে নিয়ে বের করার পর বোঝা যাবে কী পরিমাণ ইয়াবা তারা পরিবহন করছিল।

এ দুজনকে উত্তরার বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়েছে। দুজনেরই বাড়ি কক্সবাজারের টেকনাফে।

অন্যদিকে গুলশান নর্দার সরকারবাড়ি ইসরাফিলের মেস থেকে আটক করা হয় জুনাইদ শেখকে। তিনি পেশায় ব্যাংকার। তার কাছ থেকে একটি শর্টগান, ১৫ রাউন্ড গু‌লি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।