ডেস্ক রিপোর্ট – ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর দিচ্ছে নিউজিল্যান্ডের গণমাধ্যম। অল্পের জন্য হামলা থেকে বেঁচে গেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে ভয়, আতঙ্কে রয়েছে গোটা দল। মাঠ থেকে হোটেলেও ফিরেছেন দল।
হামলার ঘটনায় তৃতীয় টেস্ট না খেলেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় দল। ক্রাইস্টচার্চ থেকে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের এক ক্রিকেটার। এই প্রতিবেদককে তিনি বলেছেন, আসলেই আমরা চলে আসতেছি। দেশে ফেরার ফ্লাইট কখন হবে আমাদের জানানো হবে। গোটা দলটাই ভয়ে চুপসে গেছে। ঘটনার সঙ্গে যতটা না, তার চেয়ে বেশি হামলার ভিডিও দেখে। যা ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। নির্বিবাদে মসজিদে মুসল্লিদের ওপর গুলি বর্ষণ করা হয়েছে।
জাতীয় দলের ওই ক্রিকেটার ক্ষোভ প্রকাশ করেন, বাংলাদেশ দলের জন্য স্বাগতিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মাত্র একজন নিরাপত্তা কর্মী দেয়া হয়েছিল। অথচ বাংলাদেশে আসলে যে কোনো দলকে কয়েক স্তরের নিরাপত্তা দেয়া হয়।
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও জানিয়েছে যে, বিবিসি তাদের জানিয়েছে বাংলাদেশ খেলবে না। দেশে চলে আসবে।
আজ দিবাগত রাতেই তৃতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা ছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-