নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় আচরণ বিধি লঙ্ঘন করার দ্বায়ে তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।
তিনজনের কাছ থেকে ত্রিশ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়।
শুক্রবার দুপুরে তাদের জরিমানা করেন। ভাইস চেয়ারম্যান( পুরুষ)পদ প্রার্থীরা হলেন একে জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), এ আর জিহান চৌধুরী (তালা), এডঃ রাসেল (মাইক)।
উখিয়া উপজেলা সহকারী কমিশার ভূমি ফখরুল ইসলাম বলেন, প্রার্থীরা পোস্টারে বিভিন্ন ব্যক্তির নাম দেওয়ার অপরাধে তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-