মানুষের সাহায্য ভালবাসায় ভোট যুদ্ধে এগিয়ে যাচ্ছে ” পালকি ” মার্কা

গিয়াস উদ্দিন ভূলু :

হে আমার প্রিয় টেকনাফবাসী…..

আপনাদের শুনতে অবাক লাগবেই। যার নিজস্ব তহবিলে নেই কোন টাকা তবুও সাধারণ মানুষের ভালবাসা, বন্ধু ও রাজনৈতিক শুভাকাংখী এবং পেশাগত সহকর্মী ভাইদের অনুপ্রেরণা, সাহায্য ও ভালবাসায় ভোট যুদ্ধে এগিয়ে যাচ্ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরীর “পালকি” মার্কা।

এবার তিনি কিভাবে এগিয়ে যাচ্ছেন আসল কথা বলি। টেকনাফবাসীর অজস্র ভালবাসা, দোয়া ও সার্বিক সহযোগিতা নিয়ে ভোট যুদ্ধে এগিয়ে যাচ্ছেন তিনি। “পালকি” মার্কার প্রচারনা করতে গিয়ে দেখা যায়, টেকনাফ উপজেলার আপাময় জনসাধারন জাবেদ ইকবাল চৌধুরীর বিজয় সুনিশ্চিত করার জন্য সচেতন ভোটারেরা নিজের টাকা খরচ করে “পালকি” মার্কার সমর্থনে নির্ঘুম প্রচারনা চালিয়ে যাচ্ছে। আলেম সমাজের এক বন্ধুর আর্থিক সহায়তায় মনোনয়ন ফরম নেন সাংবাদিক জাবেক ইকবাল চৌধুরী। এরপর থেকে বিচক্ষণ, সুশিক্ষিত এবং রুচিশীল এই আওয়ামী লীগ নেতার নির্বাচনী ব্যয় বহনে এগিয়ে এসেছে বন্ধু, শুকাংখী, সহযোদ্ধা, পিতৃতূল্য মুরুব্বীরাসহ বিভিন্ন স্তরের মানুষ। যাদের ভালবাসায় পিতৃহারা জাবেদ ইকবাল আজ খুবই আনন্দিত। শুভাকাংখী ও সমর্থকেরা এখনো স্ব স্ব উদ্যোগে সাংবাদিক জাবেদ ইকবালের পালকি মার্কার প্রচারণায় সরব রয়েছে।

কেন তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এমন প্রশ্ন সাধারণ ভোটারেরা জানান, তিনি সার্বজনীন, সহজ-সরল, সুশিক্ষিত (এমএ পাশ), পরিক্ষিত রাজনৈতিক নেতা, তুখোড় বক্তা, নিরীহ মানুষের প্রতি অন্যায়-অবিচার ও মাদকের বিরুদ্ধে সোচ্চার, যখন প্রয়োজন তখন তাকে পাশে পাওয়া যায়, সুষম উন্নয়নের মূর্ত প্রতীক হিসেবে উপজেলার বেশীর ভাগ মানুষের অন্তরে বিশেষভাবে স্থান করে নিয়েছে। এই জননেতাকে ঘায়েলের জন্য অনেক কলংক ও ষড়যন্ত্রের জাল বুনানো হলেও এই নেতার সততার কার হার মানতে বাধ্য হয়েছে।

এদিকে আগামী ২৪ মার্চ সুশিক্ষিত মেধাবী রাজনৈতিক এই নেতাকে বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে অত্র উপজেলার গরীব, দুঃখী শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা পছন্দের প্রার্থীর জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রিয় প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করে যাচ্ছে প্রতিনিয়ত। স্থানীয় , টেকনাফ উপজেলার ভোটার ও জেলার সহকর্মী সাংবাদিক ভাইয়েরাও বিভিন্নভাবে সহায়তা করে আসছে।

তাই আমি আশা করব শিক্ষা-দীক্ষায় সবার শীর্ষে থাকা সকলের প্রিয় ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরীর “পালকি” মার্কার জন্য আপনারা নিঃস্বার্থে এই প্রচারনা অব্যাহত রাখুন। সকলের সম্মিলিত প্রয়াসে ইনশআল্লাহ আপনাদের সকলের মনের আশা পূর্ণ হবে।