কক্সবাজারে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই

ডেস্ক রিপোর্ট, কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারে সংঘবদ্ধ অপরাধীচক্রের সদস্যরা তিন পুলিশ সদস্যকে পিটিয়ে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলও নিয়ে যায়। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুরুশকুল ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার রাতে বলেন, গতকাল পুলিশের দুই উপসহকারী পরিদর্শক এবং একজন কনস্টেবল গ্রেপ্তার পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে বঙ্গবন্ধু বাজারে যান। এ সময় তাঁরা বাজারের একটি চায়ের দোকানে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেশ কয়েকটি মামলার আসামি পারভেজকে গ্রেপ্তার করেন।

পরে পুলিশের ওই দলটি গ্রেপ্তারকৃতকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে চলে আসতে গেলে সন্ত্রাসীরা তাদের গতি রোধ করে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পারভেজের সন্ত্রাসী বাহিনী পুলিশ সদস্যদের মারধর করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।