জনপ্রিয়তার শীর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী রাসেল

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী রাসেল আহম্মদ (নোবেল) গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় জনপ্রিয়তার শীর্ষ স্থানে রয়েছে বলে মতামত প্রকাশ করেন সাধারণ ভোটাররা। অন্যান্য প্রার্থীদের মধ্যে তিনিই সবদিক দিয়ে এগিয়ে রয়েছে বলেও জনমনে শুনা যায়। প্রতীক পাওয়ার পূর্বে থেকেই তিনি পুরো ভোটার এলাকা চষে বেড়াচ্ছেন।

গতকাল কক্সবাজার পৌরসভার বৃহত্তর সমিতিপাড়া তথা ১নং ওয়ার্ডে টমটম মালিক ও শ্রমিকদের নিয়ে বিশেষ বর্ধিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী রাসেল। এছাড়ও শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন তিনি। এ সময় ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন তিনি।

ভোটারদের দাবি, তরুণ প্রার্থী হিসেবে এ নির্বাচনে চমক দেখাবেন তিনি। সদালাপী, ষ্পষ্টভাষী ও ক্লীন ইমেজের প্রার্থী হিসেবে ভোটের মাঠ দখলে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসছে তার পক্ষে ভোটারদের আবেগ ততই বাড়ছে। কাজী রাসেলর মতো তরুণ প্রার্থীরা বিজয়ী হলে সমাজ ও দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করেন ভোটাররা।

কক্সবাজার শহরের রাজনীতি ও রাজপথে কাজী রাসেল আহম্মেদ (নোবেল) অত্যন্ত পরিচিত রয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মরহুম কাজী তোফাইল আহম্মেদ এর কনিষ্ট পুত্র এবং কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোরর্শেদ আহম্মেদ বাবু ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহম্মেদ শামীম এর ছোট ভাই। কাজী রাসেল রাজনৈতিক অঙ্গনে অনেক ত্যাগ, তিতীক্ষা ও সংগ্রাম করেছেন। উপজেলার রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে পাড়া মহল্লায় তাঁকে নিয়ে বইছে আলোচনার ঝড়।

এ প্রসঙ্গে গ্যাস সিলিন্ডার প্রতীকের প্রার্থী কাজী রাসেল আহম্মদ (নোবেল) বলেন, ‘ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ায় এবার ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাঠে নির্বাচন করতে নেমেছি। নির্বাচিত হলে পুরো উপজেলাকে ঢেলে সাজানোর পাশাপাশি পৌর-শহর ও পর্যটন এলাকাকে আধুনিকায়ণে রূপান্তর করার ঘোষনা দেন। তিনি আরও বলেন, শাসক নয়, আমি জনগণের সেবক হতে চাই। কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে জনগণের পাশেই থাকবো।