চট্টগ্রামে ২ রোহিঙ্গাসহ গ্রেফতার তিন, ইয়াবা জব্দ

চট্টগ্রাম – চট্টগ্রাম নগরীতে আলাদা অভিযানে ৫ হাজার ৯০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে দু’জন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা।

শনিবার (১৬ মার্চ) ভোরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ।

গ্রেফতার তিনজন হলেন-ঢাকার মোহাম্মদপুরের রহুল আমিন (৫৫), কক্সবাজারের টেকনাফ উপজেলার জাতিমুড়া বৃটিশ রোহিঙ্গা ক্যাম্পের মাজেদ (২০) ও জিন্নাহ (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শামীম আহমেদ জানিয়েছেন, রহুল আমিনকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার কাছে ১৪০০ ইয়াবা পাওয়া গেছে।

এছাড়া মাজেদকে দুই হাজার ইয়াবাসহ নগরীর সিনেমা প্যালেস ও জিন্নাহকে আড়াই হাজার ইয়াবাসহ পুরাতন রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলেও এই কর্মকর্তা জানান।