সংবাদ বিজ্ঞপ্তিঃ
সেরা হাফেজে কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত চ্যানেল ২৪ এ প্রচারিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০১৯ এর কক্সবাজার জেলা বাছাই প্রতিযোগিতায় কক্সবাজার জেলা থেকে দুইজন ‘সেরা হাফেজ’ নির্বাচিত হয়েছে।
তারা হলো- দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার মুহাম্মদ তামিম এবং তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার হাসসান সাঈদ উবাইদুল্লাহ।
তারা আগামী ২৯ মার্চ ফায়নাল রাউন্ডে অংশ গ্রহণ করবে।
রবিবার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী লালদিঘি জামে মসজিদে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
এতে বিচারক ছিলেন চট্টগ্রামস্থ জিয়াউল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ আজিজ এবং চাদগাঁও আবাসিক জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা হাফেজ আজিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর সহসভাপতি হাফেজ নুরুল্লাহ।
উপস্থিত ছিলেন লালদিঘী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী, তানজিমুল উম্মাহ কক্সবাজার শাখার আমিনুল হিফয আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আজিজুল ইসলাম, হাফেজ রমজান আলী, মাওলানা মুহাম্মদ এশতিয়াক প্রমুখ। নির্বাচিত দুই সেরা হাফেজ তামিম ও হাসসানকে ইয়েস কার্ড দেয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-