ডেস্ক রিপোর্ট – নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য মো. জাফর আলমকে অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য কে নিশ্চিত করেছেন চরকিয়া উপজেলা রিটার্নিং অফিসার বশির আহমদ।
তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশে তাকে নিজস্ব বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে কি কারণে তাকে অবরুদ্ধ করা হয়েছে সেটা তিনি নিশ্চিত করেননি।
এদিকে সোমবার (১৮ মার্চ) চকরিয়ায় উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এ কারণে নির্বাচনী আচরণবিধি না মানার কারণে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-