গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ থানা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে’র ঘটনায় ১ মাদক কারবারী নিহত ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, ১৯ মার্চ মঙ্গলবার গভীর রাত দেড় টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন মিঠাপানিরছড়া পাহাড়ী এলাকায় পুলিশ ও মাদক কারবারী চক্রের সদস্যদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই যুদ্ধে ২৫ বছর বয়সী ইয়াছিন আরাফাত নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। উক্ত ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হচ্ছে এসআই বোরহান উদ্দিন ভুঁইয়া,এ এস আই সনজিৎ দত্ত,ও কনেস্টবল শুক্কুর। এই সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা,২টি দেশীয় তৈরী এলজি,৯ রাউন্ড তাজা কার্তুজ,১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
জানা যায় বন্দুকযুদ্ধে নিহত হওয়া ইয়াছিন টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার মোঃ আব্দুল জলিলের পুত্র।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ কক্সবাজার জার্নালকে জানান, ইয়াবাসহ আটক ইয়াছিনের দেওয়া তথ্য অনুযায়ী টেকনাফ সদর মিঠাপানির ছড়া পাহাড়ী এলাকায় ইয়াবা পাচারকারীদের লুকিয়ে রাখা অবৈধ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করতে গেলে, উক্ত এলাকায় উৎ পেতে থাকা মাদক কারবারী দলের সদস্যরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পুলিশ লক্ষ্য করে গুলি ছুঁড়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালায়।
অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা মাদক কারবারীর পাশ থেকে ২টি দেশীয় তৈরী এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৫ রাউন্ড গুলির খোসা,ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারী, সন্ত্রাসী, ডাকাত ও অবৈধ পথে টাকা পাচারকারী হুন্ডি ব্যবসায়ীদের নির্মুল করার জন্য আমাদের পুলিশ সদস্যদের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-