টাকা নিয়ে উধাও হওয়া ব্যাংক কর্মকর্তার আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট – ফেনীতে ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ক্রেডিট ইনচার্জ গোলাম সাঈদ রাশেব গ্রাহকের এ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাতের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা ব্যাংক ফেনী শাখার ম্যানেজার মোঃ আকতার হোসাইন সরকার বাদী হয়ে অভিযুক্ত কর্মকর্তা রাশেব ও ক্যাশিয়ার আবদুস সামাদকে আসামী করে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। এর আগেই অভিযুক্ত কর্মকর্তা রাশেব ব্যাংকের প্রধান শাখায় আত্মসমর্পণ করে বলে ব্যাংকটির পক্ষ থেকে প্রচার করা হয়।

এদিকে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়- আসামী রাশেব বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে অন্তত ৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করে। তবে এর আগেই বিকেলে রাশেব ব্যাংকের প্রধান কার্যালয়ে আত্মসমর্পণ করেছে বলে জানা যায়। ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি প্রচার করা হলেও রাত ৯টা পর্যন্ত ফেনী মডেল থানা পুলিশ এ ব্যাপারে অবহিত নয় বলে জানিয়েছেন ওসি আবুল কালাম আজাদ।

ঢাকা ব্যাংক ফেনী শাখার ক্ষতিগ্রস্থ গ্রাহকরা জানান, দীর্ঘ প্রায় ৯ বছর একই শাখায় কর্মরত থাকায় বিশ্বস্ততার সুযোগ নিয়ে রাশেব অনেক গ্রাহকের কাছ থেকে ঋণ সমন্বয়ের কথা বলে নিজে ও অন্য অফিসারদের দিয়ে সাদা (ব্ল্যাংক) চেক সংগ্রহ করে। এ নিয়ে কয়েকজন গ্রাহকের সাথে মনোমালিন্য হলে ১২ মার্চ মঙ্গলবার ব্যাংকের শাখা ম্যানেজার উর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে বিষয়টি অবগত করেন।

পরদিন যথারীতি অফিসে এসে বিষয়টি জেনে সকাল সাড়ে দশটার দিকে ব্যাংক থেকে সরে পড়েন অভিযুক্ত কর্মকর্তা রাশেব। ওই দিন চেক উত্তোলনের ম্যাসেজ পেয়ে কয়েকজন গ্রাহক ব্যাংকে অভিযোগ করলে বিষয়টি আরো জানাজানি হয়।

এর আগে শাখার ম্যানেজার মোঃ আকতার হোসাইন সরকার জানিয়েছিলেন, অর্থ আত্মসাতের খবর পেয়ে প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত দল (অডিট টিম) ফেনী শাখায় এসে কাজ শুরু করেছেন। রাশেবের বাড়িতে অভিযান চালিয়ে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। প্রধান কার্যালয়ের বিশেষ তদারকীতে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে বলেও জানিয়েছিলেন তিনি।