ডেস্ক রিপোর্ট – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুরে বুধবার ১৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ী হানিফ পরিবহনের বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে। এ সময় র্যাব সদস্যরা মধ্যম রামপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করতে থাকে।
পরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি করলে যাত্রী মো. ইউসুফ সরদার (৩৩) তার ব্যাগসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
তার ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা। আটক ব্যক্তি ও মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-