আবদুল্লাহ আল আজিজ :
উখিয়ার বালুখালী পান বাজারে র্যাব সদস্যরা দোকানে অভিযান চালিয়ে বার্মিজ সিগারেট ও পাতার বিড়িসহ ২জনকে আটক করেছে।
জানা যায়, ২১ (মার্চ) দুপুর ১টারদিকে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহ আলম গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে উপজেলার বালুখালী পানবাজারে মোঃ ফয়সালের মুদির দোকানের ভেতর হতে অভিযান চালিয়ে বার্মিজ মার্বেল সিগারেট ১৯ হাজার ৩শ ৪০পিস,মেনসন সিগারেট ৯হাজার ৬শ ৪০পিস, প্রিমিয়ার গোল্ড সাত হাজার ৮শ বিশ পিস ও পাতার বিড়ি ৫হাজার ৮শ ৫০পিস সহ মোট ৪২হাজার ৬শ ৫০পিস বার্মিজ সিগারেটসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সি-৮ ব্লকের সিরাজুল ইসলামের পুত্র মোঃ মোঃ ফয়সাল (৩৫) ও একই ক্যাম্পের ক্যাম্পের সি-৫ ব্লকের আব্দুস শুক্কুরের ছেলে মোঃ এহসান (২৮)কে আটক করে। যার বাজার মূল্য ৪লক্ষ ২৬হাজার ৫শ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় হন্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-