রোহিঙ্গা ক্যাম্পে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে (নিবন্ধিত) মোহাম্মদ জাফর উল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে ক্যাম্পের বি-ব্লকে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জাফর উল্লাহ ওই ক্যাম্পের ৭ নম্বার রুমের মোহাম্মদ ইউছুফের ছেলে।

নয়াপাড়া ক্যাম্পের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, তার ক্যাম্প থেকে গলায় ফাঁস লাগানো এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে মাদক সেবনকারী ছিল বলে রোহিঙ্গারা জানিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।