উখিয়ায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পথে জাহাঙ্গীর

উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পথে টিউবওয়েল মার্কার প্রার্থী তরুণ নেতা জাহাঙ্গীর আলম।

রবিবার সকাল ৮ টা থেকে উপজেলার ৪৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।

সর্বশেষ প্রাপ্ত ২৪ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা যায়, টিউবওয়েল মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৬ হাজার ১ শত ৫৪ ভোট, বই মার্কার নুরুল হুদা পেয়েছেন ৮ শত ৯৫ ভোট, তালা মার্কার জিহান চৌধুরী পেয়েছেন ৬ শত ৭২ ভোট, উড়োজাহাজ মার্কার মাহাবুবুল আলম পেয়েছেন ৫ শত ৫৩ ভোট,মাইক মার্কার এডভোকেট রাশেল পেয়েছেন ২ শত ৬৯ ভোট।

উল্লেখ্য, ইতিপূর্বে চেয়ারম্যান এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বিতাকারী না থাকায় উখিয়া উপজেলায় হামিদুল হক চৌধুরী এবং কামরুন নেছা চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।