টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজার জার্নাল ডটকম :

টেকনাফে কোস্ট গার্ডবাহিনী পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৪০২ পিচ ইয়াবা এক পাচারকারীকে আটক করেছে।

কোস্ট গার্ড এক মেইল বার্তার মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ মার্চ রাত সোয়া ৩টায়গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের কেরুনতলী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মুজাহিদ(৩৫) নামের একজন মাদক পাচারকারীকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

মেইল বার্তায় আরও জানানো হয় অপর এক অভিযানে কোস্ট গার্ড আউট পোস্ট শাহপুরী কর্তৃক টেকনাফ থানারঅন্তর্গত শাহপুরীর মাঝারপাড়া এলাকায় পরিত্যক্ত বরফকলে বিশেষ অভিযানপরিচালনা করে ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কোস্ট গার্ড’র লে কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও আটককৃত মাদক পাচারকারীকে পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।