চট্রগ্রামে গ্যারেজে আগুন লেগে পুড়ে গেল বাস

আবুল কালাম, চট্রগ্রাম:

চট্রগ্রামের কোতোয়ালী থানা এলাকার ফিরিঙ্গিবাজারে এলাকায় একটি গ্যারেজে ওয়েল্ডিংয়ের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেল একটি বাস।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোররাতের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘ফিরিঙ্গিবাজার এলাকায় গ্যারেজে ওয়েল্ডিংয়ের শর্ট সার্কিট থেকে আগুন লেগে হানিফ পরিবহনের একটি বাস পুড়ে গেছে।’

ভোর ২টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নন্দনকানন ফায়ার স্টেশনের দুইটি গাড়ি গিয়ে ভোর ২টা ৫৫ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এর কর্মকর্তা জসিম উদ্দিন।

আরও খবর