মিয়ানমারের বিজিপি’র গুলিতে এক বাংলাদেশি আহত

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলে হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাইক্ষংখালী এলাকার নুর আলমের ছেলে শফি আলম (১৮)।

ঘটনার সময় শফি আলমের সঙ্গে থাকা তার বড় ভাই ফরিদ আলম বলেন, ‘বুধবার সকালে নাফ নদীর মৌলভী বাজার পয়েন্টে দিয়ে ছোট নৌকায় মাছ ধরতে যাই আমরা দুই ভাই। মাছ ধরার সময় হঠাৎ করে বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয় শফি আলম। গুলিবিদ্ধ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনজিও পরিচালিত উখিয়া এমএসএফ হল্যান্ড হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।’

এ প্রসঙ্গে টেকনাফ-২ ব্যাটলিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘এক বাংলাদেশি জেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও মাদক পাচার বন্ধ করতো নাফনদীতে মাছ শিকার বন্ধ রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত সেখানে মাছ ধরার অনুমতি দেওয়া হয়নি। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা প্রায়ই মাছ ধরেন।