বার্তা ২৪ :
বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আব্দুলাহ আল ফারুক (তমাল) ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি শ্রীলঙ্কান প্রতিষ্ঠান ইইউআর সার্ভিস বিডি লিমিটেডে কর্মরত ছিলেন।
শ্রীলঙ্কার এই প্রতিষ্ঠানটির অফিস বনানীর কামাল আতার্তুক অ্যাভিনিউয়ের এফআর টাওয়ারের ১১ তলায়। ফারুক প্রতিষ্ঠানটির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, পাঁচজনকে ঢাকা মেডিকেলের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুলাহ আল ফারুক মারা গেছেন। তিনি ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী।
চিকিৎসকরা জানিয়েছেন, নিহত ফারুকের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। ফারুকের সহপাঠী মিনহাজ উদ্দিন সোহাগ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এছাড়াও ঢাকা মেডিকেল থেকে শ্রীলঙ্কান এক নাগরিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এছাড়াও আরো তিনজন চিকিৎসাধীন আছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-