কক্সবাজারে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকা থেকে তৌহিদুল ইসলাম নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল চারটার দিকে তাকে এ অস্ত্রসহ সাহিত্যিকা পল্লীর সিটি কলেজের পেছন থেকে তাকে আটক করা হয়। আটক তৌহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

সে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলাও রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয় জনতার সহযোগীতায় তাকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি পাওয়া গেছে। যা দিয়ে সে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতো। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।