ফের মালয়েশিয়াগামী নারী-শিশু ও দালালসহ আটক-৩২

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের সাগর উপকূল থেকে সমুদ্র পথে মালয়েশিয়া যেতে গিয়ে রোহিঙ্গাসহ ৩২জন কোস্টগার্ড ও পুলিশের হাতে আটক হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ভোরে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে ভাসমান অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে, ছয়জন পুরুষ, তিনজন শিশু ও ১৩ জন নারীসহ ২২ জন রোহিঙ্গা এবং তিনজন দালালও রয়েছে। এরা সবাই কক্সবাজার উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প অস্থায়ী বসবাস করছিল।

আটককৃত দালাল হলো- মোহাম্মদ কবির, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হোসেন। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছিল- এমন গোপন সংবাদ পেয়ে সেন্টমার্টিন উপকূলের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে ছেড়াদ্বীপ ও সেন্টমার্টিনের বিভিন্ন স্থান থেকে লুকিয়ে থাকা অবস্থা থেকে ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২২ জন রোহিঙ্গা রয়েছে। এছাড়া তিন দালালকে আটক করা হয়েছে। অভিযানে স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা অংশ নেন। এবিষয়ে মামলাসহ আইনি প্রক্রিয়া চলেছে।