সদরে চেয়ারম্যান হলেন জুয়েল, ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ও হামিদা তাহের

শাহীন মাহমুদ রাসেল :

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে কক্সবাজার সদর উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার উৎসবমুখর পরিবেশে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন এবং গণনা শেষে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী কক্সবাজারের কিংবদন্তি নেতা প্রয়াত একেএম মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র কায়সারুল হক। ৩৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জুয়েল। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী সেলিম আকবর আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫৫৭। ঘোড়া প্রতীক নিয়ে নুরুল আবছার পেয়েছেন ২০ হাজার ৪২ ভোট ও লাঙ্গল প্রতীক নিয়ে অধ্যাপক আতিকুর রহমান পেয়েছেন ১৬ শত ৭০ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রশিদ মিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মুরাদ আনাচকে ৩৯৯৭ ভোটে পরাজিত করেছেন। বই প্রতীকে রশিদ মিয়া ১৬৭৫৫ ভোট, টিয়াপাখি প্রতীকে ১২৭৫৮ ভোট হাসান মুরাদ আনাচ পেয়েছেন। অন্যদিকে গ্যাস সিলিন্ডার প্রতীকে কাজী রাসেল ১১৫৬৬, কামাল উদ্দিন তালা প্রতীকে ১১০৪০ ও মাইক প্রতীক নিয়ে বাবুল কান্তি দে ৯৪৩৪ ভোট পেয়েছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে হামিদা তাহের ৪৮ হাজার ৮৪৯ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রজাপতি প্রতীক নিয়ে হেলেনাজ তাহেরা পেয়েছেন ২১ হাজার ৫১০ ভোট। পদ্মাফুল প্রতীক নিয়ে আয়েশা সিরাজ পেয়েছেন ১৪ হাজার ৪৬৫ ভোট।

এদিকে ফলাফল ঘোষনার আগে উপজেলা রিটার্নিং অফিসার নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সাহায্য সহযোগিতা করায় প্রার্থী সহ সকলকে ধন্যবাদ জানায়। জয় পরাজয় মেনে নিয়ে সকলকে মিলেমিশে কক্সবাজার সদর উপজেলার উন্নয়নে এগিয়ে আসার আহব্বান জানান তিনি। তিনি আরো বলেন, সদর উপজেলার প্রত্যেক মানুষ কেউ কারো ভাই কেউ কারো মামা চাচা। তাই ফলাফল যায় হোক মেনে নিয়ে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে সবাইকে দুরে থাকার অনুরোধ জানাচ্ছি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রশাসক মাসেদুর রহমান মোল্লা বলেন, অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচন অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। সদর উপজেলার প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কায়সারুল হক জুয়েল, ভাইস চেয়ারম্যান (পুরুষ) রশিদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) হামিদা তাহের নির্বাচিত হয়।