নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নবগঠিত টেকনাফ পৌরসভা ছাত্রলীগের অভিনন্দন

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলা সভাপতি ও সাবেক সফল ছাত্র নেতা নুরুল আলমকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করায় টেকনাফ পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

নবগঠিত টেকনাফ পৌরসভা ছাত্রলীগের নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি এবং সাবেক সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান নুরুল আলম ভাইয়ের পক্ষে জনগনের রায়ের প্রতিফলন ঘটেছে। এই জয়ে সাধারণ খেতে খাওয়া মানুষের প্রত্যাশা দিগুন বেড়েছে। তারা আশা প্রকাশ করেন জনগন রায়ের মাধ্যমে নুরুল আলম চেয়াম্যানকে যে দায়িত্ব অর্পন করেছেন তা তিনি যথাযথ ভাবে পালন করবেন।

শুভেচ্ছান্তে-
মো. শাহীন (সভাপতি) বাবলু (সাধারণ সম্পাদক )
বাংলাদেশ ছাত্রলীগ, টেকনাফ পৌরসভা শাখা।