কক্সবাজারে ইয়াবাসহ আটক-২

বাংলা ট্রিবিউন :

কক্সবাজারের রামুতে দুই হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে রেজুখাল যৌথ চেকপোস্টে একটি মোটরসাইকেল তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক লাখ ৬৮ হাজার টাকা।

আটকৃতরা হলেন– কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ইসলামপুরের মো. নুর হাসিমের ছেলে মোহাম্মদ হাবিব (২০) ও চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি এলাকার মো. মঞ্জুর আলমের ছেলে মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৩)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রেজুখাল যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা ওই মোটরসাইকেলে তল্লাশি চালায়। এ সময় বিশেষ কৌশলে সিটের নিচে লুকানো অবস্থায় দুই হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৬৮ হাজার টাকা। এ সময় ইয়াবা বহনের দায়ে একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উদ্ধার হওয়া মালামালসহ আসামিদেরকে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

আরও খবর