র‌্যাবের হাতে ‘র‌্যাব কর্মকর্তা’ আটক

ঈশ্বরদীতে র‌্যাবের কর্মকর্তা পরিচয়ে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায় করার সময় মোঃ মাহফুজুর আলম (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। 

শনিবার ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক মাহফুজ ঈশ্বরদী পৌর এলাকার পশ্চিম টেংরি কাচারিপাড়া এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে। 

র‌্যাব জানায়, দাশুড়িয়া মোড়ে র‌্যাবের অফিসার পরিচয়ে ট্রাকচালক মোঃ আমিরুল ইসলামের কাছ থেকে আড়াই হাজার টাকা চাঁদা নেওয়ার সময় ওই চালকের সন্দেহ হয়। গোপনে তিনি র‌্যাব পাবনা-১২ অফিসে জানালে র‌্যাবের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাহফুজকে আটক করে ঈশ্বরদী থানায় সোপর্দ করে। র‌্যাব ও পুলিশের জিজ্ঞাসাবাদে মাহফুজ জানান, দীর্ঘ দিন ধরে র‌্যাবের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন তিনি। 

র‌্যাব আরও জানায়, এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা হয়েছে। ভুয়া র‌্যাব কর্মকর্তা মাহফুজুরকে জেল হাজতে পাঠানো হয়েছে।