৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার তিন রোহিঙ্গা

চট্টগ্রাম – নগরের কোতোয়ালী থানার ব্রিজঘাট এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয় বলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতার তিনজন হলেন- আবু তাহের (২২), মো. ইসমাইল (২৮) ও মো. মোকারক (২৭)।

তাদের কাছ থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, তিন রোহিঙ্গা মিলে কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসছিল এসব ইয়াবা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে