১৫ জেলে ও ৪টি ট্রলার নিখোঁজ

গভীর বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবিঃ নিখোঁজ ১৫; ২৪ জেলে উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ

টেকনাফ প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে বাংলাদেশ-মিয়ানমারের মাছ শিকারে ব্যবহার হওয়া বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ১০ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত স্থানীয় জেলেদের সহযোগীতায় ২৪ জন জেলে উপকুলে ফিরে আসতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনায় এখনো ৪টি ট্রলার ও ১৫জন জেলে নিখোঁজ রয়েছে।

জানা যায়, ১০এপ্রিল ভোরে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম অদূরে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় মিয়ানমারের ৫টি এবং বাংলাদেশী শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার মোঃ জোবায়ের,আব্দুল্লাহ, দক্ষিণ পাড়ার কবির, বদি আলমের ৫টি ট্রলারসহ ১০টি ট্রলার ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। বাংলাদেশী এসব ট্রলারের মধ্যে শাহপরীর দ্বীপের প্রায় ৩৫/৪০ জন জেলে ছিল বলে জানা যায়।

নিখোঁজ হওয়া এসব জেলেদের মধ্যে রাত ৮টা পর্যন্ত পৃথকভাবে ১টি ট্রলারসহ ১৮জন ও ৬জন জেলেসহ মোট ২৪জন জেলে উদ্ধার হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪টি ট্রলার,৭জন এবং ৮ জন মিলে মোট ১৫ জন জেলে নিখোঁজ রয়েছে।

শাহপরীর দ্বীপের জনৈক জেলে সফিক জানান,বাংলাদেশ-মিয়ানমারের ১০টি ফিশিং ট্রলার হঠাৎ করে ঝড়ো হাওয়ার কবলে পড়ে সাগরে ডুবে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ হওয়া জেলেদেরকে উদ্ধার করার জন্য অভিযান চলছে। তবে যে সমস্ত জেলেরা নিখোঁজ রয়েছে, তাদের নাম ঠিকানার সঠিক তথ্য এখনো জানা যায়নি।

শাহপরীর দ্বীপের স্থানীয় ইউপি মেম্বার ফজলুল হক মাছ শিকারী ট্রলার ডুবির সত্যতা স্বীকার করে বলেন, এখনো ৪টি ফিশিং ট্রলার এবং ১৫জন জেলে নিখোঁজ রয়েছে।