কক্সবাজার বিমান বন্দরে ইয়াবাসহ আটক-১

মোহাঃ আবু সায়েম :

কক্সবাজার বিমান বন্দরে ৯০০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ইয়াবা পাচারকারীর নাম হাবিবুর রহমান (৪৩) । সে ঢাকার উত্তরার আব্দুল মান্নানের পুত্র।

১০ এপ্রিল বুধবার বিকাল ৪টার দিকে আটককৃত ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে বিমান কর্তৃপক্ষ তার ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে ব্যাগের ভিতর ইয়াবা আছে নিশ্চিত হয়।পরে বিমান কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে কক্সবাজার সদর মডেল থানার এসআই রাজীব চন্দ্র পোদ্দার তার কাপড়ের ব্যাগের ভিতর তল্লাশী করে পাঞ্জাবীর পকেটে লোকানো অবস্থায় ৫টি সাদা রংয়ের পলি ব্যাগের ভিতর মোট ৯০০ পিস ইয়াবাসহ উক্ত পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

এসআই রাজীব চন্দ্র পোদ্দার বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে সে দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারে জড়িত বলে স্বীকার করেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন খন্দকার বলেন, আটককৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর