ডেস্ক রিপোর্ট- কক্সবাজার শহরতলীর লিংকরোডের বিসিক এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে শামসুল আলম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম স্থানীয় বাসিন্দা লোকমান হাকিমের ছেলে। প্রত্যক্ষদর্শী মোবারক উদ্দিন নয়ন জানিয়েছেন, ডা. জয়নালের বাড়ির বিদ্যুৎ তারের সাথে আটকিয়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
তিনি জানান, বাড়ির নিরাপত্তার জন্য বাউন্ডারির ভেতরে বিদ্যুতের তারের মাধ্যমে আর্থিং লাগিয়ে রেখেছিলেন ডা. জয়নাল।
নিজের নিরাপত্তায় লাগানো সেই তারে অনিরাপদ হয়ে নিভে গেল একটি জীবন প্রদীপ। ঘটনার জন্য তাকে দায়ী করছে এলাকাবাসী।
নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতাল মর্গে রয়েছে শামসুল আলমের লাশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-