মুখ বেঁধে কিশোরী ধর্ষণ, ইমাম আটক

ডেস্ক রিপোর্ট – কুমিল্লার দেবিদ্বারে শনিবার সকালে গামছা দিয়ে মুখ বেঁধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে আটক করেছে পুলিশ।

আটক মো. মাহফুজুর রহমান উপজেলার ভিরাল্লা গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে। তিনি ছোট শালঘর দক্ষিণ পাড়ার বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম।

ভুক্তভোগী কিশোরী দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা করেছেন ওই কিশোরীর বাবা।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, আটক ইমাম ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। সকালে তিনি কিশোরীকে ডেকে নিজের ঘরে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন তিনি। তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর