ডেঙ্গু কেড়ে নিলো কক্সবাজারের মেধাবী ছাত্রী নুশাং রাখাইনের প্রাণ

মরণঘাতি ডেংগু কক্সবাজারের মেধাবী ছাত্রী উকিনো নুশাং (১৯) এর প্রান কেড়ে নিয়েছে। নুশাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

২৬ জুলাই থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় নুশাং এর স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে প্রেরণের পরামর্শ দেন।চিকিৎসকদের পরমর্শ মতে, শনিবার ২৭ জুলাই বেলা দু’টায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে রিলিজ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে একইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে নুশান দুনিয়ার মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নুশান কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রধান সহকারী, বিশিষ্ট গবেষক, লেখক ও শহরের কৃষি অফিস সংলগ্ন এন্ডারসন রোডের বাসিন্দা মংবা অং মংবা ও জনতা ব্যাংকের কর্মকর্তা মা মা চিং এর একমাত্র কন্যা। নুশান জেএসসি, এসএসসি ও এইসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছিল।

নুশান-ই কক্সবাজার জেলার এবছরের প্রথম নাগরিক, যাকে মরণঘাতী ডেঙ্গু পৃথিবী থেকে বিদায় করে দিলো।

/সিবিএন