কক্সবাজারে ঝাঁকজমক ভাবে অনুষ্ঠিত হল সিম্ফনি রিটেইলমিট

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের সিম্ফনির ডিসটিভিউটর সিফা এন্টারপ্রাইজের উদ্যোগে ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম মোবাইল কোম্পানী সিম্ফনির “রিটেইলমিট”।

শনিবার সকালে শহরের হোটেল সিলভার সাইনের সম্মেলন কক্ষে এই রিটেইলমিট অনুষ্ঠিত হয়। এতে জেলার ঈদগাঁও, রামু, মরিচ্যা, উখিয়া ও উখিয়াস্থ বালুখালী, কোটবাজার, থাইনখালী, কুতুপালং, মহেশখালী, গর্জনিয়া, নাইক্ষ্যংছড়ি এবং শহরের বৃহত্তর মোবাইল মার্কেট বিলকিস শপিং কমপ্লেক্সসহ জেলার প্রায় দেড় শতাধিক সিম্ফনি মোবাইলের বিক্রেতা ও দোকান মালিক অংশগ্রহণ করেন।

সিফা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সাংবাদিক শফিউল্লাহ শফির স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সিম্ফনির ন্যাশনাল সেল্স ম্যানেজার মি. রাশেদুজ্জামান বলেন-বিক্রেতা ও দোকান মালিকেরা আন্তরিক হলে সিম্ফনিকে জেলার প্রত্যন্ত অঞ্চলে এগিয়ে নিয়ে যাওয়া আরো সহজতর হবে।

তিনি বলেন-দেশের জনপ্রিয় এই মোবাইল কোম্পানী গ্রাহকদের কথা মাথায় রেখে নিত্য নতুন আঙ্গিকে মোবাইল সেট মার্কেটে দিচ্ছে। তাই আগামী দিনে সিম্ফনিকে আরো বেশী জনপ্রিয় করতে বিক্রেতা, দোকান মালিক থেকে শুরু করে সকলকে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্রগ্রামের রিজিউনাল সেল্স ম্যানেজার মোস্তাক আহমদ, এরিয়া সেল্স ম্যানেজার মোঃ ইমরান আহমেদ পিয়াস, জোনাল সেল্স ম্যানেজার আরিফুল ইসলাম, টেকনাফ সেম্ফনির ডিসটিভিউটর আবদুল করিম, কক্সবাজার কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ নাজমুল হুদা।

এসময় উপস্থিত ছিলেন সিফা এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান ভুট্টু, সিফা এন্টারপ্রাইজের পরিচালক রায়হানুল কালাম রবিন, একাউন্টেন শাহেদুল মোস্তফা, সহকারি ম্যানেজার শফিউল আলম, ডিএসআর বিলকিস মার্কেট ঝন্টু শর্মা, ডিএসআর যথাক্রমে আবু বক্কর, খোকন, ফয়সাল ও লোকমান প্রমুখ। অনুষ্ঠানের সকল বিক্রেতা ও দোকান মালিকদের সিম্ফনির পক্ষ থেকে গিফট প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ী ১০ জনের মাঝে আর্কষনীয় পুরস্কার বিতরণ করা হয়।

এতে ১ম স্থান অধিকার করেন মোঃ আজিজ, সিনটেল- বিলকিস মার্কেট। ২য় সুমন-মোবাইল কিং, কোটবাজার। ৩য় রফিক, সাকী টেলিকম, গর্জনিয়া। ৪র্থ জাহাঙ্গীর, এন ইসলাম, ঝাউতলা। ৫ম শহীদ শহীদ টেলিকম, বিলকিস মার্কেট। ৬ষ্ট আজিজুল হক, মিডিয়া টমি, মহেশখালী নতুন বাজার। ৭ম আনোয়ার, মোবাইল মাঠ, ঈদগাঁও। ৮ম ফয়সাল, জব্বারিয়া, কুতুপালং। ৯ম সেলিম, নাহার টেলিকম, গর্জনিয়া এবং ১০ম স্থান অধিকার করেন আনেয়ার, লাকী-৭, বিলকিস মার্কেট, কক্সবাজার।

সর্বশেষ মধ্যহৃভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিকে সিফা এন্টারপ্রাইজের রিটেইলমিটের দাওয়াতে সিম্ফনি পরিবারের সকল ব্যবসায়িরা অংশগ্রহণ করায় সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন সিফা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সাংবাদিক শফিউল্লাহ শফি।