দেখলে বুঝার উপায় নেই সড়ক নাকি ডোবা: কক্সবাজারের প্রধান সড়কের দৃশ্য এটি

গর্তে পড়ে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় এভাবেই টেনে তুলা হচ্ছে সিএনজিটি। ২৯ জুলাই বেলা ১১ টার দিকে তোলা ছবি।

এই দৃশ্যটি কক্সবাজার শহরের বৃহত্তর রুমালিয়ারস্থ চৌধুরী ভবনের সামনে প্রধান সড়কের। কিছুদিন আগে ওই এলাকার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে সড়ক বিভাগের নেতৃত্বে জোড়াতালি দিয়ে কিছু অংশ সংস্কার করা হয়। তার পাশের্^ লাগানো সড়কের উপর সম্প্রতি কয়েকটি গর্তে পরিনত হয়েছে।

এটি কি প্রধান সড়ক নাকি মৃত্যুর কূপ কিছুই বুঝা যাচ্ছেনা। ওই গর্তে পড়ে প্রতিনিয়তেই সিএনজির ইঞ্জিল ও টমটমের মটর নষ্ট হয়ে যাচ্ছে। ওই গর্তের ফলে প্রতিদিন কালুর দোকান হতে আলিরজাহাঁল পযর্ন্ত যানজট লেগেই থাকে।

ছবি ও প্রতিবেদক: সাইফুল ইসলাম।