ঐতিহ্যবাহী বনফুলের শাখা এখন টেকনাফে!

মিষ্টি! বাঙালির মিষ্টি প্রীতি তো সেই বহু যুগ আগে থেকেই বিদ্যমান। বিয়ে শাদী, দাওয়াত, নানা রকম অনুষ্ঠান এও দেখা যায় মিষ্টির ছড়াছড়ি। মিষ্টি ছাড়া এসব নিমন্ত্রণ ও প্রায় অসম্পূর্ণ থেকে যায়। তবে অনেক সময় মিষ্টির দোকানের নাম না জানা থাকলে কোথা থেকে মিষ্টি কিনবেন তা নিয়ে বিপাকে পড়তে হয়।
মিষ্টির দোকানের মধ্যে সবচেয়ে পুরানো হচ্ছে বনফুল এন্ড কোং। আর এই ঐতিহ্যবাহী বনফুল এন্ড কোম্পানী এখন সীমান্ত নগরী টেকনাফ পৌর শহরে।

আর এখানে পাচ্ছেন,বনফুল কোম্পানীর নিজস্ব তৈরী হরেক রকমের মিষ্টি, বিষ্কুট, পাউরুটি, চানাচুর,
কেক,আইসক্রীম। আরো রয়েছে গরম গরম বার্গার, চমুচা সিঙ্গারাসহ যাবতীয় পানীয়।

আপনার প্রয়োজনীয় মিষ্টি ও যাবতীয় নাস্তা স্বাদ নিতে চলে আসুন বনফুল এন্ড কোম্পানী টেকনাফ শাখায়।

এবং মোবাইলে মিষ্টি ও নাস্তা অর্ডার করতে যোগাযোগ করুন নিম্ন ঠিকানায়…

মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন (প্রোপ্রাইটার)
ঠিকানা- ১১/১২ নং বড় হাজী মাইমুনা মার্কেট
হাজী আবদুল গণি সড়ক, টেকনাফ
মোবাইল- ০১৮৮২৩৪২৯৩৩