সাড়ে ৪২ হাজার পিস ইয়াবা মামলার আসামির জামিন, রাষ্ট্রপক্ষ হতাশ

ডেস্ক রিপোর্ট – সাড়ে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় গুলশান থানার এক মামলায় আবুল বাশার নামের এক আসামির জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (৩১ জুলাই) ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম চমন চৌধুরী জামিনের এই আদেশ দেন। তবে জামিনের এই আদেশে অসন্তুষ্টি ও হতাশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু।

জানা যায়, আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বারেক গ্রামের চারু মিয়ার ছেলে ।

বিচারক জামিনের আদেশে উল্লেখ করেন, ‘জব্দ করার স্থান ও আসামির ঠিকানায় গড়মিল থাকায় এবং সামনে ঈদুল আজহা বিবেচনায় জামিন মঞ্জুর করা হলো।’

এই জামিনে হমাশা প্রকাশ করে ঢাকা মহানগর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু বলেন, ‘জামিনের এই আদেশ শোনার পর আমরা জামিন স্থগিতের জন্য আদালতে আবেদন করেছি। ততক্ষণে বিচারক আদালত থেকে চলে যাওয়ায় এই বিষয়ে আর কোনও সিদ্ধান্ত হয়নি। তবে আমরা উচ্চ আদালতে জামিন বাতিলের আবেদন করব।’

এদিকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আনোয়ার শাহাদাত শাওন বলেন, ‘রাষ্ট্র যখন মাদক নির্মূল করতে যুদ্ধ ঘোষণা করেছে, এসময় এ ধরনের মামলায় জামিনে আমরা হতাশ। যেখানে হাইকোর্টে ৫ হাজার পিস ইয়াবার মামলায় ৫ বছরে জামিন হয় না। সেখানে আড়াই বছরে এ আদালত কেন জামিন দিলেন তা আমাদের বোধগম্য নয়। আমরা হাইকোর্টে জামিন বাতিলের আবেদন করব। আদেশ চেয়ে আবেদনও করেছি।’

তিনি বলেন, ‘মামলাটিতে এখনও কারও সাক্ষ্যগ্রহণ হয়নি। এমতাবস্থায় আসামি জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।’

অভিযোগে জানা যায়, ২০১৭ সালের ৪ মার্চ গুলশান থানার শাহজাহানপুরের একটি বাড়িতে আসামির বাসার ওয়্যারড্রপের ভেতর থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার গাড়ি থেকে আরও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সর্বমোট এর ওজন সোয়া চার কেজি। ইয়াবা উদ্ধারের ঘটনায় গুলশান থানার পুলিশের (উপপরিদর্শক) মশিউর রহমান মামলাটি দায়ের করেন।