উখিয়ায় ২ ডেঙ্গু রোগী সনাক্ত: স্থানীয়দের মাঝে আতংক

এম.এস রানা, উখিয়া
শুধু শহরে নয় ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও
সারা দেশে যখন ডেঙ্গু নিয়ে আতংক উৎকন্ঠা বিরাজ করছে তখনই উখিয়ায় ধরা পড়েছে ডেঙ্গু রোগী।
গত ২ ও ৩ আগস্ট সনাক্ত হয়েছে ২ জন ডেঙ্গুর জীবাণুবাহী রোগীর।

গত ২ আগস্ট গায়ে প্রচন্ড জ্বর নিয়ে উখিয়া কোটবাজার অরজিন হাসপাতালে রক্ত পরিক্ষা করাতে আসেন উখিয়া রাজাপালংয়ে বসবাসকারী বরগুনার জেলার মমতাজ বেগম (৩০) নামক এক মহিলা এবং গত ৩ আগস্ট একই ভাবে গায়ে জ্বর নিয়ে রক্ত পরিক্ষা করাতে আসেন উখিয়া হলদিয়া পালং গ্রামের রিয়াজ উদ্দিন (২০) নামক এক যুবক উভয়ের রক্ত পরিক্ষায় ডেঙ্গুর জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে বলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক স্বীকার করেন।

ডেঙ্গু রোগী সনাক্ত হওয়া মমতাজ বেগম কুতুপালং ক্যাম্পে চাকরি করেন বলে জানা গেছে। অপরদিকে মোঃ রিয়াজ উদ্দিন উখিয়া কোটবাজার চৌধুরী মার্কেটের দোকান কর্মচারী।

এদিকে উখিয়ায় ভয়ানক ডেঙ্গু রোগী সনাক্ত হওয়ায় স্থানীয় দের মাঝে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে উখিয়া সদর হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মেরাজ হোসেন চয়ন বলেন, আমরা এ পর্যন্ত উখিয়াতে ২ জন ডেঙ্গু রোগী সনাক্ত করছি, তাদের কে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু জীবাণু সনাক্ত হলে আতংকিত হওয়ার কারণ নেই, আমাদের এখানে যে সব ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে তা ক্ষতিকর নয়, তবু সতর্কতা অবলম্বন হিসেবে বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘুমানোর সময়ে অবশ্যই মশারী ব্যবহার করতে হবে পাশাপাশি যে সব ঔষধ মশা তাড়াতে সাহায্য করে যেমন কয়েল,এরোসল ব্যবহার করতে হবে এবং কোন অবস্থাতেই ডেঙ্গু রোগী কে প্যারাসিটামল ব্যতিত কোন ওষুধ খাওয়ানো যাবে না। সবচেয়ে প্রয়োজন জনসচেতনতা।