মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক টেকনাফের আনোয়ার মিয়া আর নেই

কক্সবাজার জার্নাল ডটকম :

টেকনাফে আনোয়ার মিয়া আর নেই। তিনি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন পরপারে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বৃহত্তর টেকনাফ ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টেকনাফ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও উপজলো আওয়ামীলীগের বর্তমান সহ-সভাপতি। তিনি ছিলেন অত্র এলাকার অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ে যাওয়ার প্রেরণা ও শক্তি।

**জানাযা**

আগামীকাল ৯ আগস্ট শুক্রবার সকাল ১০টায় নামাজে জানাজা অনুষ্টিত হবে।

শোক প্রকাশ

এদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আনোয়ার মিয়ার মৃত্যুতে কক্সবাজার জার্নাল ডটকম পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় আনোয়ার মিয়ার মৃত্যুতে গভীর শোক  ও দু:খ প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার জার্নাল ডটকম’র সম্পাদক কমরুদ্দিন মুকুল, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম, বার্তা সম্পাদক আবদুল্লাহ আল আজিজসহ পুরো পরিবার