রামুতে সড়ক দুর্ঘটনায় বাইক চালক নিহত

আবুল কাশেম সাগর, রামু

রামু উপজেলার রশিদনগর ইউনিয়ের থলিযাঘোনা নামক স্থানে বিকল হয়ে রাস্তায় আটকে থাকা ট্রাকের পেচনে ধাক্কা লেগে নবী আলম ( ৪০) নামে মোটর বাইক চালক মৃত্যু হয়েছে। সে স্থানীয় কাহাতিয়া পাড়া ৪ ওয়ার্ডের মরহুম মোজাম্মেল হকের সন্তান এবং সাবেক ইউপি সদস্য মনজুরের ছোট ভাই ।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রশিদ নগর ইউনিয়নের ৭ ওয়ার্ডের সদস্য বজল আহমদ জানান, নবী আলম পানিরছড়া স্টেশন হতে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার প্রতিমধ্যে থলিয়া ঘোনা পুরাতন জামে মসজিদ ( ৩০০গজ) অদূরে সকাল থেকে বিকল হয়ে রাস্তার প্রায় মাঝখানে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাক গাড়ির পেচনে ধাক্কা লেগে মাথায় মারাক্রক আঘাত লেগে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।