উখিয়াবাসীকে জাহাঙ্গীর কবির চৌধুরীর ঈদ শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উখিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, “ত্যাগের মহিমায় সবার জীবন হোক সুন্দর এবং মহিমান্বিত। সবাইকে পশু কোরবানীর মাধ্যমে মনের পশুত্বকে বিসর্জন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজম্মের জন্য বাসযোগ্য একটি স্বনির্ভরশীল দেশ গড়ার অব্যাহত প্রচেষ্টায় শামীল হওয়ার আহবান জানান।”

পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে সবাইকে নিজ নিজ এলাকা, বাড়ী ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়ে বলেন, সবাই একটু সচেতন হলে, পশু জবাইয়ের পর আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে রাখা হলে ডেঙ্গুসহ রোগ জীবানু থেকে রক্ষা পাবে এবং পরিবেশ সুন্দর থাকবে।