উখিয়া থানার ওসি আবুল মনসুরের ঈদ শুভেচ্ছা

উখিয়াবাসীসহ দেশ,বিদেশের সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উখিয়া থানার ওসি আবুল মনসুর।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“ত্যাগ ও কুরবানির প্রেরণা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। এই ঈদ শুধুমাত্র ত্যাগের চেতনাকেই উজ্জীবিত করেনা সেইসাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব,সম্প্রীতি ও সৌহার্দের বন্ধনকে আরো মজবুত করে। আল্লাহ যেন আপনার এবং আপনার প্রিয় মানুষদের প্রতি তার রহমত বর্ষণ করেন। ঈদুল আযহার এই দিনে ভালোবাসা ভাগ করে নিন কাছে দূরে থাকা সকলের সাথে।

শুভেচ্ছান্তে….
আবুল মনসুর (অফিসার ইনচার্জ)
উখিয়া থানা