র‍্যাব ১৫ সিপিসি-১ কোম্পানী কমান্ডারের ঈদ শুভেচ্ছা

সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা। ‘ঈদের দিন ধনী-গরিব সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। সন্ত্রাস,মাদকমুক্ত ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল আযহার আবেদন চিরন্তন।’

ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক বাণীতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে র‍্যাব ১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ মো. মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে দেয় সকল শ্রেণী ও পেশার মানুষকে। একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক জাতি গঠনে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল আযহার শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

সকলকে ঈদ উল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সকলের ঈদ আনন্দময় হোক, এই শুভ কামনা রইল।

শুভেচ্ছান্তে

মির্জা শাহেদ মাহতাব
লেঃ (এক্স) পিপিএম, বিএন
সিনিয়র সহকারী পরিচালক
কোম্পানী কমান্ডার
সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)