বার্তা পরিবেশক :
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১২ আগস্ট সকাল ৮টা হতে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল…
১।মোস্তফা কামাল @ মোস্তফা,পিতা-মৃত মোঃ ছমি উদ্দিন,সাং-বৈদ্যের ঘোনা,খাজামঞ্জিল সড়ক,পশ্চিম পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।
২। অলি আহম্মদ,পিতা-মৃত আঃ শুক্কুর,সাং-টেকপাড়া, মাঝির ঘাট, থানা ও জেলা-কক্সবাজার।
৩।হাসনাত,পিতা-আবুল কালাম,সাং-সিকদার পাড়া,রাজারকুল, থানা-রামু, জেলা-কক্সবাজার।
৪।বোরহান উদ্দিন,পিতা-মরহুম সলিমউল্যাহ,সাং-নয়া পাড়া,রাজারকুল,থানা-রামু, জেলা-কক্সবাজার।
৫। ইমন,পিতা-রেজাউল করিম, সাং-পেশকার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৬। মোঃ নজরুল ইসলাম,পিতা-ইসলাম চৌধুরী, সাং-পাহাড়চাঁদা,কনিয়অছড়া ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৭। শফিউল আলম,পিতা-মৃত কামাল উদ্দিন,সাং-পশ্চিম বাহারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৮। মোঃ সালমান,পিতা-মোঃ হোসেন,সাং-পেশকার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-