টেকনাফ প্রতিনিধি :
নিরাপদ ঈদুল আযহার উদযাপন নিশ্চিতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতে পাড়ে র্যাবের দুইটি চেকপোস্ট ও টহল দিয়ে যাচ্ছে।
এছাড়া দুর্ঘটনা রোধে সেখানে সকল ধরনের যানবাহন চলাচলের উপর নজরদারী রাখছে র্যাব।
১৬ আগস্ট শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের তিনটি স্থানে র্যাবের চেকপোস্ট বসানো হয়েছে।
র্যাব-১৫ সিপিসি-১ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স), পিপিএম, বিএন জানান, ‘ঈদ উপলক্ষ্যে মেরিনড্রাইভে লোকজনের ভীড় বাড়ে। সেক্ষেত্রে প্রানহাণীর ঘটনাও ঘটে। আর যাতে কোন অনাকাঙ্খিত দুর্ঘটনা ঈদ আনন্দ যেনো বেদনায় পর্যবসিত না হয় সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম মেনে সীমিত গতিতে, হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেল চালায় লোকজনকে সর্তক করা হচ্ছে। পাশাপাশি উত্তাল সমুদ্রে না নামতে মাইকিং করা হচ্ছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-