চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেলেন প্রদীপ চন্দ্র

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল

শ্রেষ্ঠ উপ- পরিদর্শক হিসেবে এবার সেরা পদক পেলেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে। মামলা তদন্তে সঠিকভাবে দায়িত্ব পালন, মাদকদ্রব্য উদ্ধার, ইভটিঁজারদের গ্রেফতার এবং গ্রেফতারী পরোয়ানা তামিলসহ ইত্যাদিতে তাঁর পারদর্শীতার জন্য চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ রেঞ্জ সেরার পদক, সম্মানী ভাতা ও সনদপত্র পান।

২০ আগষ্ট মঙ্গলবার সকালে চট্টগ্রামে অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তিনি এই পদক লাভ করেন। পদক প্রদান সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ডি আই জি খন্দকার গোলাম ফারুক ও কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসাইনসহ পুলিশের উর্ধবতন কর্মকর্তাগণ।

অনুভূতি প্রকাশ করে এসআই প্রদীপ বলেন,আমার এপদক লাভের পেছনে প্রেরণা ছিল ডিআইজি স্যার ,এসপি মাসুদ স্যার ও কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন স্যার। তাদের দিক নির্দেশনা মূলক পরামর্শে আজ আমি এ পদক অর্জন করি।এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য যে,এসআই প্রদীপ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা জোয়াগ ইউনিয়নের ওরাইন গ্রামের কৃতি সন্তান।